মৌলভীবাজারে প্রকল্প সফলভাবে বান্তবায়ন নিয়ে মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মশালা

March 29, 2017,

স্টাফ রিপোর্টার॥ সদর মাধ্যমিক শিক্ষা অফিস মৌলভীবাজারের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি,২য় পর্যায় প্রকল্প, এর সহযোগিতায় জেলার শ্রীমঙ্গল বড়লেখা,এবং সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র,শিক্ষক,অভিবাবক,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তাদের নিয়ে প্রকল্প সফলভাবে বান্তবায়নে কৌশল নির্ধারন বিষয়ে দিনব্যাপী কর্মশালা ২৮ মার্চ মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি,২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক শরীফ মোর্তজা মামুন এর সভাপতিত্বে এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়ার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি,২য় পর্যায় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জসীম উদ্দিন। কর্মশালায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, ২য় পর্যায় প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ফরিদ আহমদ,সহকারী প্রকল্প পরিচালক(প্রশিক্ষন ও প্রশাসন) মোহাম্মদ তাইমুর রহমান, উপ-পরিচালক (অর্থ) শেখ বদরুল আহমদ প্রমুখ।
কর্মশালায় সকল শিক্ষা কর্মকর্তা শিক্ষক অভিবাবক, ম্যানেজিং কমিটি সভাপতি,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com