মৌলভীবাজারে প্রবাসী কর্তৃক ইউনিয়ন পরিষদকে এসি উপহার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদকে এসি উপহার প্রদান করেছেন লন্ডন প্রবাসী শরফ উদ্দিন।
বৃহস্পতিবার ১১ মে দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদকে আনুষ্ঠানিকভাবে এসি উপহার প্রদান করেছেন লন্ডন প্রবাসী শরফ উদ্দিন এর পক্ষে তার পরিবারের সদস্যগন ও এলাকাবাসী ।
এসময় সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আপ্পান আলী ইউপি সদস্যগন এবং কামালপুর ইউনিয়নবাসী উপস্থিত থেকে এসি উপহার গ্রহণ করেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের হলরুমে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কামালপুর ইউনিয়নের নাগরিক মো: তালেব আলী, মগনূজ্জামান, জুনেদ আহমদ, জুসেফ আহমদসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৈশাখ মাসের শেষ দিকে ভয়াবহ দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ওপর সূর্য এমন দাপট দেখাচ্ছে মানুষসহ প্রাণ, প্রকৃতি ভুগছে।
গত কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটে মৌলভীবাজারে নাজেহাল জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুর মানুষ। বুধবার ১০ মে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন