মৌলভীবাজারে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৪ জুন দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত সরকারি কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সহায়তার মধ্যে ছিল আর্থিক সহায়তা, সনদপত্র ও বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি বই।
মন্তব্য করুন