মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে সবগুলো গির্জা ও ধর্মপল্লীতে বড়দিন উদযাপিত

December 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ খ্রীষ্টান ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়েছে। মৌলভীবাজারের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থান খৃীষ্টান মিশন শ্রীমঙ্গলের ক্যাথলিক চার্চসহ বিভিন্ন খাসিয়া পল্লীতে উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেছেন খ্রীষ্টানধর্মালম্বী লোক।
২৫ ডিসেম্বর রোববার সকাল ১১টায় বড়দিন উৎসবে যোগ দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন খাসিয়া, সাওতাল পল্লীসহ খ্রীষ্টান ধর্মালম্বী অধৃষিত এলাকা থেকে শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চে হাজার হাজার নারী পুরুষ, শিশু সহ নানা শ্রেণীপেশার মানুষ জড়ো হন।
শ্রীমঙ্গলের প্রধান গির্জায় ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু শুরু বড়দিনের মূল আনুষ্ঠানিকতা ও বিশেষ প্রার্থনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাথলিক মিশনের ধর্মযাজক সুব্রত বনিফাস টলেন্টিনুসহ বিভিন্ন ধর্মপল্লীর ফাদার, সিস্টারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে বড়দিন উপলক্ষে রঙিন বাতি, বেলুন, ক্রিসমাস ট্রি আর ফুল দিয়ে সাজানো গির্জাগুলোতে দিনভর ছিল উপচে পড়া ভিড়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com