মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার ২৩ আগস্ট বিকাল ৫টায় শহরের কুসুমবাগ পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমূখ।
সমাবেশে বাসদ জেলা শাখার সদস্য হৃদয় অধিকারী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সদস্য আবু রেজা সিদ্দিকী ইমনসহ বাম গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচী ৩১ আগস্ট পর্যন্ত ধারাবাহিক অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দরা জানান।
মন্তব্য করুন