মৌলভীবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের মোমবাতি প্রজলন

March 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাল্য বিবাহ প্রতিরোধে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের পনের শত শিক্ষার্থী ৭ মার্চ মঙ্গলবার বিকেলে স্কুল প্রাঙ্গণে মোমবাতি প্রজলন করে। ওই সময় শিক্ষার্থীরা একবাক্যে বাল্যবিবাহ না করার শপথ করে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন মেজনিন প্রকল্প মৌলভীবাজার জেলার আয়োজনে এর আগে প্রতিষ্ঠানের হল রুমে প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, শিশু কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, মাহমুদুর রহমান, আতাউর রহমান ও হোসাইন আহমদ প্রমুখ।
আলোচনা সভায় ছাত্রীরা বাল্যবিবাহ সম্পর্কে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করে। পরে অতিথিরা স্কুল প্রাঙ্গণে “আমার কথা” নামের একটি বক্সের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com