মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ

July 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যাগে শহরের মসজিদে মসজিদে জুম’আর নামাজের পর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার ২১ জুলাই শহরের পশ্চিম বাজার জামে মসজিদে জুমআর নামাজ শেষ লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী আব্দুর রহিম।

শহরের টিএন্ডটি জামে মসজিদের জুম’আর নামাজ শেষে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল আহমদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সদর  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমেদ মেম্বার।

শহরের দেওয়ানী জামে মসজিদে জুম’আর নামাজ শেষ লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, বিএনপি নেতা এম এ রশিদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান।

শহরের কুসুমবাগ ইয়াকুব উল্যা জামে মসজিদে জুম’আর নামাজ শেষে লিফলেট বিতরণ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, পৌর বিএনপির প্রচার সম্পাদক রেজা করিম, শ্রমিকদল নেতা নুরুল ইসলাম।

শহরের দরগা জামে মসজিদের জুম’আর নামাজ শেষে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, ক্রীড়া সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ আরো অনেকে।

এছাড়াও সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় মসজিদে মসজিদে জুমআর নামাজের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com