মৌলভীবাজারে বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

August 6, 2016,

মাহবুবুর রহমান রাহেল॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ বিউবোর্ডের বিতরণ রাজশাহী ও রংপুর অঞ্চলকে নিয়ে গঠিত নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর সাথে বিউবোর্ডের স্বাক্ষর এলাকার জনবল সম্পদ ও বাণিজ্যিক কার্যক্রম হস্তান্তরের প্রতিবাদে মৌলভীবাজারে  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  কর্মকর্তা- কর্মচারীদের উদ্যোগে ৬ আগষ্ট  শনিবার সকালে বনবিথি এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সম্মুখে এক  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সিবিএ‘নেতা শাহজাহান মিয়া, , আব্দুল আজিজ চৌধুরী, জনা,প্রশান্ত কুমার নন্দী, ফেরদৌস আহমেদ, মিসেস রাহেলা পারভীন, নামদার মিয়া, এ.কে.এম নুরুল ইসলাম (বাবুল),  জাহাঙ্গীর আলম, গাজীউর রহমান আব্বাস, নজরুল ইসলাম, বাবু প্রমথেশ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কে জাতির পিতা বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান উল্লেখ করে এই বোর্ডকে কোম্পানীতে রুপান্তর না করার জন্য দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হয়। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বিদ্যুৎ উন্ন্য়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী কোম্পানীর বিরুদ্ধে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com