মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

May 31, 2023,

স্টাফ রিপোর্টার॥ “তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩।

দিবসটি উপলক্ষে বুধবার ৩১ মে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও  জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন প্রাঙ্গনে শেষ হয়। পরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মহসিন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com