মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

June 1, 2024,

স্টাফ রিপোর্টার॥ “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য ”এ প্রতিপাদ্য নিয়ে ১ জুন শনিবার মৌলভীবাজাওে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

এ সময় তিনি বলেন,দুধ হচ্ছে একটি আদর্শ খাবার।কথায় আছে,আমরা দুধে ভাতে বাঙ্গালি। দুধ শরীর কে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি শরীরে শক্তি যোগান দেয়।একজন শিশু মেধাসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে দুধের বিকল্প নেই।

জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধূরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো:আশরাফুল আলম খান।মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক।

খামারিদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মনজুর আহমেদ,রাজিয়া সুলতানা সেলি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিবৃন্দ।

আলোচনা সভা শেষে দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com