মৌলভীবাজারে ভোক্তা আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের কুসুমবাগ ও পশ্চিমবাজারসহ বিভিন্ন স্থানে বাজার তদারকি ও অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার ১৬ মার্চ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাজার তদারকি অভিযান চালিয়ে স্বাদ এন্ড কোম্পানীকে ১০ হাজার টাকা ও পশ্চিমবাজারে অবস্থিত রিফাত পোল্ট্রি হাউজকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ন্যায্য দামে খাদ্য পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন