মৌলভীবাজারে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহান বিজয় দিবস কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার সাত উপজেলা এবং মৌলভীবাজার পৌরসভা সহ মোট আটটি দল অংশগ্রহণ করছে।
আগামী ১৬ ডিসেম্বর দুপুরে এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন