মৌলভীবাজারে রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

September 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলায় কনকপুর ইউনিয়নের রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ সেপ্টেম্বর দুপুরে স্কুল প্রাঙ্গণে এ সভায় প্রধান অতিথি ছিলেন এ স্কুলের প্রাক্তন ছাত্র মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ুন।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি ডা: ছাদিক আহমদ।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, সহকারী শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, ইউপি সদস্য সেলিম আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল্লাহ আল মামুন, আবদুল আহাদ, মো. আবুল হোসেন, রাজু ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত। আগামী বছর এ বিদ্যালয়টির শতবর্ষে উর্ত্তীণ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com