মৌলভীবাজারে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে জেলার রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা নারী নেত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুন দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মুক্তি চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও শংকরী রানী চন্দ’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিপ ট্রাস্ট প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: নজরুল ইসলাম।
প্রকল্প বিষয়ক আলোচনা করেন সিলেট এডভোকেসি ও নেটওয়ার্কের সমন্বয়কারী সঞ্জিত কুমার দেব। প্রকল্পের ধারণাপত্র পাঠ করেন মৌলভীবাজার জেলা উন্নয়ন ফোরামে সদস্য ও অপরাজিতা হ্যাপি বেগম।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, ফখরুল ইসলাম, জাসদ নেতা আব্দুল হক, জাপা নেতা লুতফুর রহমান, রহিমা আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতাদের কাছে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মন্তব্য করুন