মৌলভীবাজারে রাতে শহীদ মিনারে ফুল দিতে পারেনি কেউ

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত স্মৃতি সৌধে ফুল দিতে পারেননি কেউ। ফুল না দিতে পারায় ফিরে গেছেন সবাই।
রবিবার ২৬ মার্চ রাত ১২টা হওয়ার সাথে সাথে মৌলভীবাজার প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ফুল হাতে শহীদ মিনার এলাকায় ভীড় করে।
পরে পুলিশের পক্ষ থেকে ফুল দিতে নিষেধ করায় স্মৃতি সৌধে ফুল দিতে পারেননি। এবিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দেয়ার আগে কাউকে ফুল দিতে দেওয়া হবেনা, এটা রাষ্ট্রীয় নির্দেশ।
ফুল দিতে আসা সিপিবি’র জেলা সেক্রেটারি নিলিমেষ ঘোষ বলু বলেন’ প্রতি বছর আমরা রাত ১২টা ১ মিনিটে ফুল দেই কিন্তু এবার দিতে না পারায় কষ্ট পেয়েছি।
জেলা বিএনপি নেতা ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাতে ফুল দেওয়া যাবেনা সেটা আগে জানালে ভালো হতো। স্মৃতি সৌধে ফুল দিতে এসে না দিয়ে আবার চলে যেতে হতো না।
মন্তব্য করুন