মৌলভীবাজারে শুরু হয়েছে অষ্টম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪
February 6, 2024,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আগামীকাল থেকে শুরু হচ্ছে অষ্টম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কাব ক্যাম্পুরীর এবারের আসর।
উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটসের মৌলভীবাজার জেলা সভাপতি ড. উর্মি বিনতে সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মনজুর রহমান পি.পি.এম (বার), সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম, বাংলাদেশ স্কাউটস্ কমিশনার মহিউল ইসলাম মুমিত, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
মন্তব্য করুন