মৌলভীবাজারে শেষ হলো মাস ব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলা

January 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দীন হাইস্কুল এন্ড কলেজ মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত দীর্ঘ এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ সমাপ্তি হয়েছে।
বুধবার ১২ জানুয়ারী রাত ১১ টায় মাস ব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি উপলক্ষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় প্রবেশ টিকিটের উপর র‌্যাফেল ড্র করে তিনটি মোটরসাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ মোট ৫১ টি পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের।
এবারের মেলায় স্টলগুলোতে বিভিন্ন ব্রান্ডের তৈরি পোষাক, কসমেটিকস, জুয়েলারি, হোম মেইড ফুড, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্রসহ বিভিন্ন পণ্যের সমাহার দেখা যায়।
মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের সাথে কথা বলে জানা যায় সারা মাসই পুনাক মেলা জমজমাট ছিল তাই বেচাকেনাও হয়েছে ভালো। সুন্দরভাবে মেলা শেষ হওয়ায় তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য ৩ ডিসেম্বর ২০২১, মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী সামিনা সুলতানা পুনাক মেলার উদ্বোধন করেছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com