মৌলভীবাজারে শ্রীশ্রী গিরিধারী আখড়ায় ১৩তম অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত
March 31, 2024,
সালেহ আহমদ (স’লিপক)॥ মৌলভীবাজারে শ্রীশ্রী গিরিধারী আখড়ায় ১৩তম অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) থেকে শুরু হওয়া হরিনাম সংকীর্তন রবিবার (৩১ মার্চ) দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের অন্তর্গত পূর্ব মাতারকাপনের শ্রীশ্রী গিরিধারী আখড়ায় ১৩তম অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সামগ্রিক অনুষ্ঠানমালার পরিসমাপ্তি হয়।
অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রীহরি ভক্তবৃন্দের প্রতি প্রেম-ভালোবাসা প্রকাশ করেছেন শ্রীশ্রী গিরিধারী আখড়ায় ১৩তম অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জিত দত্ত বিজয় ও সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দে রাজু।
মন্তব্য করুন