মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
December 13, 2023,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেঁকে বসতে শুরু করেছে শীত। বুধবার ১৩ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল এবং রাতে কুয়াশার চাঁদরে ঢেকে যায় চারপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়ার সাথে সূর্যের তেজ বাড়লে কিছুটা স্বস্তি মেলে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ আনিসুর রহমান জানান, আজ বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার পারদ আস্তে আস্তে নীচে নেমে আসতে থাকবে।
মন্তব্য করুন