মৌলভীবাজারে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

May 29, 2024,

স্টাফ রিপোর্টার॥ তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ে বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম মিলন।

২৯ মে বুধবার আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে এতে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ, পিটিএ সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, অভিভাবক সদস্য কাছন মিয়া। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও স্কুলের শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com