মৌলভীবাজারে সেমিনার

March 24, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার ফিউচার গ্রুপ পরিদর্শন ও সেমিনার করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল।
২৩ মার্চ বৃহস্পতিবার সকালে ফিউচার গ্রুপ প্রাঙ্গণে ম্যানেজিং ডিরেক্টর খালেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আইএলটিএস (ওঊখঞঝ) এর সাউথ এশিয়ান বিজনেস ডেভলাপমেন্ট ম্যানেজার ক্রেইগ ইউয়ান, বাংলাদেশ এ্যাগজামিনেশন ডিরেক্টর দীপ অধিকারী, বাংলাদেশ এ্যাগজামিনেশন সার্ভিস ম্যানেজার ইসরাত জাহান, ডেপুটি ডিরেক্টর জুনায়েদ আহমদ ও কাফিল হোসাইন চৌধুরী প্রমুখ।
অতিথিরা বক্তব্যে বলেন, বাংলাদেশ পর্যটন ও লেখাপড়ার দিক দিয়ে অনেক এগিয়েছে। শিক্ষার্থীরা মনযোগ দিয়ে লেখাপড়ার করলে দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব। অতিথিরা ফিউচার গ্রুফের প্রশংসা করে বলেন, মৌলভীবাজার জেলায় ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আমাদের বিশ্বাস তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে শিক্ষার্থীরা আরো অনেক দূর আগাতে পারবে। এসময় অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com