মৌলভীবাজারে ১০ টাকা মূল্যে চাল পাওয়া ও পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

April 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ লকডাউনে ১০ টাকা মূল্যে (ভিজিএফ) চাল দেয়া ও অবিলম্বে গনপরিবহন চালু, পণ্যবাহী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।
২২ এপ্রিল বৃহস্পতিবার দূপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়ন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সহসভাপতি বাচ্চু খান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক শামিম মিয়া, অর্থ সম্পাদক ইলিয়াছ মিয়া, দপ্তর সম্পাদক বাবলু আচার্য্য এবং বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল আহমেদ ও সাধারণ সম্পাদক ছালেহ্ আহমেদ।
বক্তারা বলেন, তাদের দাবী মানা না হলে ফেডারেশনের সাথে কথা বলে বৃহত্তর আন্দোলন নিয়ে রাস্তায় নামবেন।
পরে কয়েকজন শ্রমিক নেতৃবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com