মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি কামাল উদ্দিন ও সম্পাদক জয়নুল হক নির্বাচিত

February 24, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৪-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মো: কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: জয়নুল হক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী  জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে সকাল ১০ থেকে শুরু হয়ে বিকেল ৫ পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

অন্যান্যপদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মতিন ও এডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত, যুগ্ম সম্পাদক এডভোকেট দানিয়েল আহমদ, এডভোকেট মো: নজরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক পদে এ্যাড মো: জাহিদুল হক কচি।

এ ছাড়াও জুনিয়র সদস্য ৫টি পদের মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন তাঁরা হলেন এডভোকেট মোঃ ছানোয়ার হোসেন, এডভোকেট ফজলে এলাহী ও এডভোকেট মো: বুলবুল আহমেদ।

আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে এডভোকেট সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে এ্যাড,মোঃ শেখ হাবিবুর রহমান ও এডভোকেট মামুনুর রশীদ।

নির্বাচন শেষে রাত ১১ টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ভুপতি রঞ্জন চৌধুরী এ ফলাফল জানান। তাঁর সাথে নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন, এডভোকেট অঞ্জন কুমার সুত্রধর, এডভোকেট আব্দুল মুমিত চৌধুরী ও এডভোকেট অম্নান দেব রাজু। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করেন ২৫ জন আইনজীবি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com