মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি কামাল উদ্দিন ও সম্পাদক জয়নুল হক নির্বাচিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৪-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মো: কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: জয়নুল হক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে সকাল ১০ থেকে শুরু হয়ে বিকেল ৫ পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
অন্যান্যপদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মতিন ও এডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত, যুগ্ম সম্পাদক এডভোকেট দানিয়েল আহমদ, এডভোকেট মো: নজরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক পদে এ্যাড মো: জাহিদুল হক কচি।
এ ছাড়াও জুনিয়র সদস্য ৫টি পদের মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন তাঁরা হলেন এডভোকেট মোঃ ছানোয়ার হোসেন, এডভোকেট ফজলে এলাহী ও এডভোকেট মো: বুলবুল আহমেদ।
আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে এডভোকেট সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে এ্যাড,মোঃ শেখ হাবিবুর রহমান ও এডভোকেট মামুনুর রশীদ।
নির্বাচন শেষে রাত ১১ টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ভুপতি রঞ্জন চৌধুরী এ ফলাফল জানান। তাঁর সাথে নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন, এডভোকেট অঞ্জন কুমার সুত্রধর, এডভোকেট আব্দুল মুমিত চৌধুরী ও এডভোকেট অম্নান দেব রাজু। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করেন ২৫ জন আইনজীবি।
মন্তব্য করুন