মৌলভীবাজার ইমজার সভাপতি তমাল, সম্পাদক আফরোজ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সভাপতি নির্বাচিত হয়েছেন তমাল ফেরদৌস দুলাল। তিনি পেয়েছেন ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সৈয়দ মহসীন পারভেজ পেয়েছেন ৯ ভোট।
৩০ নভেম্বর মৌলভীবাজার ইমজার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য সকল পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি (এক) পদে আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি) ও সহ-সভাপতি (দুই) পদে ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমদ আফরোজ (যমুনা টিভি)।
সহ-সাধারণ সম্পাদক পদে জাফর খাঁন (বিজয় টিভি) ও সঞ্জয় কুমার দে (মাইটিভি)। কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি)।
সদস্য পদে এম এ সালাম (চ্যানেল আই), পান্না দত্ত ( ডিবিসি টিভি), শাহ অলিদুর রহমান (সময় টিভি) ও হাসানাত কামাল (বিটিভি )।
মন্তব্য করুন