মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি রনজিৎ, সম্পাদক মিজান

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট রনিজৎ কুমার ঘোষ ১৮৬ ভোট ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমদ চৌধুরী ১০৩ ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী ১১০ ভোট পেয়েছেন ।
২৭ ফেব্রুয়ারি সোমবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কোর্ট রোডস্থ কার্যালয়ে সকাল ০৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মামুনুর রশীদ ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সম্পাদক পদে সঞ্জয় কান্তি বিশ্বাস, সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে পার্থ সারথী পাল ও সহ-সম্পাদক (লাইব্রেরী) পদে আবু নছর মোহাম্মদ মাসহুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ভূপতি রঞ্জন চৌধুরী।
মন্তব্য করুন