মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিলের বিশেষ অনুদানে ঈদ উপহার

July 13, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় “মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিল মিডল্যান্ডস্(ইউকে)” এর বিশেষ অনুদানে করোনায় স্থবির হয়ে পড়া কর্মহীন দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মাসুদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ উপহার প্রদান করা হয়।

সোমবার ১২ জুলাই দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাইটি’র সভাপতি ফারহানা বেগম হেনা’র  সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

জার্নালিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, ব্যবসায়ী নেতা সাংবাদিক এইচ ডি রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন,দৈনিক মানজমিনের প্রতিনিধি আলাউদ্দিন কবির, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন,কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক শাকিল সিদ্দিকী খালেদ, আমিনুলন ইসলাম দিদার, হাবিবুর রহমান সুজন, অনুলিপি কুলাউড়ার আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন, সংগঠক জসিম উদ্দিন, স্কাউটের জয়নাল আবেদীন, প্রমুখ।

বিতরণী কার্যক্রমে কুলাউড়া উপজেলা স্কাউটের সহকারি কমিশনার মোঃ সামসুদ্দিন বাবুর নেতৃত্বে কুলাউড়া মুক্ত স্কাউটের একটি দল সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com