মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার॥ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও বিভিন্ন থানার ওসিদের বলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
পরে জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেনকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অফিসারদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান।
মন্তব্য করুন