মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১৪ নেতাকর্মী কারাগারে

April 25, 2024,

স্টাফ রিপোর্টার॥ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন মেয়াদ শেষে বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরে তারা জেলা ও দায়েরা জজ ১ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই মামলায় অন্যান্য আসামিরা হলেন-জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুবদলের এম এ নিশাদ, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম, যুবদলের ওয়াহিদুর রহমান জুনেদ, স্বেচ্ছাসেবক দলের  আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের রোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের মামুনুর রশিদ, যুবদলের জাহেদ আহমেদ।

উল্লেখ্য জাতীয় নির্বাচন পূর্বে ৫ নভেম্বর ২০২৩ সালের পুলিশ এসেল্ট মামলা জেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়। উক্ত মামলায় গত ২৮ ফেব্রুয়ারী হাইকোর্ট থেকে ১ মাসের আগাম জামিন নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com