মৌলভীবাজার জেলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর শনিবার উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম,স্ট্রাইকিং ফোর্সও নিয়োজিত থাকবে।
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও ১ জনাব মোহাম্মদ আবু তাহের ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য করুন