মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

January 26, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ, নিয়মিত গ্রাহকদের পুরস্কার প্রদান, বিদ্যুৎ বিতরণ কার্যক্রম প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ জানুয়ারি দুপুরে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

সমিতির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন, ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী। অনুষ্ঠানে আগামী ৩ বছরের জন্য ১২জন এলাকা নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com