মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে

May 11, 2024,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মৌলভীবাজার পৌরসভাকে জাতীয় পরিবেশ পদক, ২০২৩’ চূড়ান্তভাবে মনোনীত করেছে।
নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদকটি গ্রহণ করবেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
রাষ্ট্রপতির আদেশক্রমে, ড. মোঃ ফয়সাল আবেদীন খান উপপরিচালক (উপসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com