মৌলভীবাজার পৌর মেয়রের পিতা আব্দুল হাই মোতালিব আর নেই

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান এর পিতা মোঃ আব্দুল হাই মোতালিব মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
তিনি ২৯ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের শ্রীমঙ্গলস্থ লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। জীবদ্দশায় মোঃ আব্দুল হাই মোতালিব মিয়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সুনামধন্য সালিশ বিচারক।
শনিবার বিকেল ৫ টায় তাঁর নামাজে জানাযা হযরত শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বড়হাটস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে জেলার নানা শ্রেণী পেশার সর্বস্থরের মানুষ অংশনেন। মোঃ আব্দুল হাই মোতালিব মিয়া মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার বড়বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে একাধিকবার সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। চার ছেলের মধ্যে বড় ছেলে ফজলুর রহমান মৌলভীবাজার পৌরসভার মেয়র। ছোট ছেলে রুহুল আমিন রুহেল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা আওয়ামীলীগ সভাপতি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছর আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন