মৌলভীবাজার প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা(ভিডিও সহ)

November 26, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সুইড (সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব দি ইনটেলেকচুয়ালি ডিজেবল) বাংলাদেশ মৌলভীবাজার শাখা ও ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের আঞ্চলিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর শনিবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের মহাসচিব জিয়াউল ইসলাম মামুন, সুইডের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সদস্য লাবণ্য আহমদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক দীপ্তেন্দু দেবরায় বাবলু ।
প্রতিযোগিতায় সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাংকনসহ ২০টি বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। এতে আট থেকে ১১, ১২ থেকে ১৫, ১৬ থেকে ২১ এবং ২২ থেকে ২৯ বছর বয়সী প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com