মৌলভীবাজার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
March 16, 2017,
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে ৫ম জেলা স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, স্কাউটরাই পারে সোনার বাংলা কায়েমের পথের অন্তরায় গুলো দূর করতে। সরকার এই স্কাউটকে আরো শক্তিশালী করতে আগামী ২০১৮ সালের মধ্যে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে স্কাউটিং এর আওতায় আনবে এবং গঠন করা হবে স্কাব দল।
১৫ মার্চ বুধবার রাত ১০টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এম সাহাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও মৌলভীবাজার পুলিশ সুপার মো: শাহজালাল। এ তাবু জলসায় জেলা বিভিন্ন উপজেলা থেকে ৮০টি দল অংশ নেয়।
মন্তব্য করুন