মৌলভীবাজার পৗর এলাকায় দেওয়াল পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু
February 5, 2024,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকায় দেয়াল ধসে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শহরের পূর্ব সুলতানপুর এলাকায় রবিবার ৪ ফেব্রুয়ারি বিকেলে এ ঘটনাটি ঘটে। প্রাণ হারানো স্কুলছাত্রী বীথি পূর্ব সুলতানপুর এলাকার বাদশা মিয়ার মেয়ে। সে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দীর্ঘদিন থেকে বাদশা মিয়া পূর্ব সুলতানপুর এলাকার সায়রা বেগমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সৈয়দ আশরাফ আলী হাউজিংয়ে বাসার পাশে বিকেলে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন