মৌলভীবাজার বিজনেস ফোরামের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার শহরের সাধারণ ব্যবসায়ীদের করণীয় প্রসঙ্গে মৌলভীবাজার বিজনেস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পিতবার ১০ জুন সন্ধ্যায় ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার বিজনেস ফোরামের যুগ্ম আহবায়ক সুমন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজনেস সভায় বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব শাহাদাৎ হোসাইন, সৈয়দ মাহমুদ আলী, মনসুর আখন্দ, জহির আহমদ, রাফাত চৌধরী, সাদিক আহমদ অয়েছ প্রমুখ।
সভায় ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতা প্রত্যেককে যথাযথভাবে মাস্ক পরিধাণ করা এবং মাস্কবিহীন কোনো ক্রেতাকে বিক্রয়সেবা প্রদান না করার ব্যাপারে সকল দোকান মালিকদের প্রতি কঠোর ভূমিকা রাখার আহবান জানানো হয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধাণকে গুরুত্ব না দেয়া হলে প্রশাসন পূর্বের চেয়েও আরো কঠোর ভুমিকা নেবে, প্রশাসনের এমন আহবানও সভার মাধ্যমে ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয় ।
ক্রেতা-বিক্রেতা তথা সাধারণের মধ্যে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করতে মৌলভীবাজার বিজনেস ফোরাম সচেতনতামূলক মাইকিং, হ্যান্ডবিল বিতরণ এবং ফোরাম নেতৃবৃন্দ দোকানে দোকানে গিয়ে প্রচারণা চালাবেন।
মন্তব্য করুন