মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালে বিভিন্ন অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর
স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এর মধ্যে এবার নতুনভাবে সংযোজিত হয়েছে চা শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি। এরই অংশ হিসেবে দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ২৩ আগষ্ট মঙ্গলবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বালিসিরা মেডিকেল ডিপার্টমেন্ট-এ ফিনলে চা কোম্পানির আওতাধীন বিভিন্ন চা বাগানের চা শ্রমিকদের মাঝে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সচেতনতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুর”তে বালিসিরা মেডিকেল ডিপার্টমেন্ট-এর চীফ মেডিকেল অফিসার ডাঃ আলী মার”ফ স্বাগত বক্তব্য রাখেন। ফিনলে চা কোম্পানির বিভিন্ন এষ্টেটের মেডিকেল অফিসারগণও উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক চক্ষু পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বি এন এস বি-এর রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান। প্রায় ৬০ (ষাট) জন চা বাগানের শ্রমিক এবং অন্যান্য কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভাটি বিকেল ২-০০ ঘটিকা পর্যন্ত চলে।
ৃও
মন্তব্য করুন