মৌলভীবাজার মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার- ৮

December 25, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে  থানার তিনটি সাদা পোশাকের বিশেষ আভিযানিক টিম  বিভিন্ন জায়গায় অভিযান পরিচালান করে দু’জন সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ জফর উদ্দিন, পিতা মৃত জমির উদ্দিনকে সদর উপজেলার পুদিনাপুর থেকে। জান কুমার বণিক, পিতা মৃত প্রিয় লাল বণিক, এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ পারভেজ মিয়া, পিতা আব্দুল বারী মতলবিকে সদর উপজেলার হাসানপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার এছাড়া পৌরসভা এলাকায় জনবিরক্তিকর কর্মকাণ্ডের জন্য মোঃ শামিম আহমদ (২৭) পিতা মৃত তরিক উল্লা সাং কলিমাবাদ।মোঃ রাব্বি মিয়া(২২) পিতা আমির হোসেন, সাং পূর্ব গির্জাপাড়া। সৌরভ আহমেদ (২৩) পিতা খসরু মিয়া, সাং কাজিরগাঁও। মোঃ আব্দুর রউফ (২২) পিতা আহমদ আলী, সাং পশ্চিম বড়হাট ও মোরাদ আহমেদ সাগর (২৩) পিতা মৃত রনি মিয়া সর্ব থানা ও জেলা মৌলভীবাজারকে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার প্রসঙ্গে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন- সদর মডেল থানার বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভূক্ত আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com