মৌলভীবাজার রোটারেক্ট ক্লাব টি সিটি’র ৩য় বছর পূতি পালিত
March 5, 2017,
স্টাফ রিপোর্টার॥ মানবতায় সেবায় ব্রত হয়ে রোটারীয়ানরা দুনিয়াজুড়ে কাজ করে চলেছেন।মানুষের উপকারে এই সংগঠন ভালো কাজ করে।প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী একজন রোটারীয়ান ছিলেন।তিনি রাষ্ট্রীয় সম্মান একুশে পদক পেয়েছেন যা রোটারী ক্লাব এই সম্মানের অংশীদার।রোটারেক্ট ক্লাব মৌলভীবাজার টি সিটি’র ৩য় বছর পূর্তি উপলক্ষে ৪ মার্চ শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সৈয়দা শায়রা মহসীন এমপি উপরোক্ত কথা গুলো বলেন।প্রোগ্রাম চেয়ারম্যান রো: সুয়েব আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, রোটারি জেলা(৩২৮২) গভর্নর শোয়েব আহমদ চৌধুরী,রোটারীয়ান আলী আজম চৌধুরী,রোটারীয়ান বকশী ইকবাল আহমদ,রোটারীয়ান এম শাহাবুদ্দিন আহমদ।
মন্তব্য করুন