মৌলভীবাজার শহরে বিপুল পরিমানগাঁজা উদ্ধার ও দুই জন গ্রেপ্তার
October 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ এর শ্রীমংগল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে মৌলভীবাজার শহরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে ১০ কে,জি, গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
১০ অক্টোবর শনিবার আসামীদের নাম জাহাঙ্গীর আলম (২৫) ও শাহআলম (১৯) নামের জিজ্ঞেসা বাদে তারা উদ্ধার কৃত গাঁজা চুনারুঘাট, হবিগঞ্জ হতে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মৌলভীবাজার বাজার সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েয় ও গাঁজা সহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন