মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে, ৮১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নজরদারী

June 4, 2016,

স্টাফ রিপোর্টার॥ ৬ষ্ট ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহন চলছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। ৪ জুন শনিবার সকালের দিকে ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশী ছিল। পুলিশ প্রশাসন ১১৩টি কেন্দ্রের মধ্যে ৮১টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে অতিরিক্ত নজরদারী রাখছে।

7
১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩, সংরক্ষিত মহিলা আসনে ১২৩ ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদর উপজেলার মোস্তফাপুর, চাঁদনীঘাট, কনকপুর, গিয়াসনগর, খলিলপুর, মনুমুখ, আপারকাগাবলা, নাজিরাবাদ, খলিলপুর, আখাইলকুড়া, আমতৈল ও কামালপুর এই ১২টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com