মৌলভীবাজার সদর উপজেলায় ১২ টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন

April 23, 2016,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থীতা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে সদর উপজেলা বিএনপি।
প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সভাপতি-সম্পাদক ও সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে এই প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

bnp-metting-1
এছাড়া কনক পুর ও আখাইলকুড়া ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় সমঝোতার ভিত্তিতে এবং ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের প্রার্থীবাছাইয়ে গনতান্ত্রিক প্রক্রিয়ার ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং খলিল পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রাজা মিয়া।
২ নং মনুমূখ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ খলিছুর রহমান।
৩নং কামাল পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সল আহমদ।
৪নং আপার কাগাবালা ইউনিয়নের বর্তমান ও সদর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম ফারুক।
৫নং আখাইলকুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ।
৬ নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান পদে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম।

bnp-metting2
৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাদিক।
৮ নং কনকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী।
৯ নং আমতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক রানা খান শাহীন।
১০ নং নাজিরাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্্রাপ্ত চেয়ারমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ।
১১ নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ ফয়সল।
১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ জমশেদ।
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম বলেন,সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমানের নির্দেশে বিগত ৭ এপ্রিল থেকে ২১-২২ এপ্রিল পর্যন্ত জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে সদর উপজেলা বিএনপি’র ধারাবাহিক প্রার্থী বাছাই প্রক্রিয়া চলে। এ প্রক্রিয়ায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকের মতামত ও সমর্থনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।
তিনি আরো বলেন, শেষমেষ গত ২১ ও ২২ এপ্রিল সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বাড়ী বাহারমর্দনে ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে পৃথক সভায় এম নাসের রহমান নেতাকর্মীদের সমর্থনের ভিত্তিতে প্রার্থী বাছাই সম্পন্ন করেন। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইউছুফ আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দীকি,সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম আনছার, সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রহমান সিকন্দর মাষ্টার,পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনোয়ার আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রিপন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলহ্াজ্ব মতিন বক্স, জেলা শ্রমিক দলের আহবায়ক রফিকুল ইসলাম রসিক, জেলা যুবদলের সাবেক সম্পাদক মুজিবুর রহমান মজনুসহ ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com