(ভিডিওসহ) মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী প্রথম বারের মতো নির্বাচিত, ভোটের হার ৩৬.২৭ ভাগ

January 8, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-২ (কুলাউড়া) : এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। আসনে শফিউল আলম চৌধুরী নাদেল (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ৭২,৭১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি এই আসেনে প্রথম বারের মতো একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ.কে.এম সফি আহমদ সলমান (স্বতন্ত্র) ট্রাক প্রতীক নিয়ে ১৫,৫৫২ ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের হার ৩৬.২৭ ভাগ।
এ আসনে সাবেক সংসদ সদস্য এম এম শাহীন (তৃণমূল বিএনপি) সোনালী আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১,৪৪৯টি। সাবেক সংসদ সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো: আব্দুল মতিন (স্বতন্ত্র) কাঁচি প্রতীক নিয়ে ৬৪৮ ভোট পেয়েছেন। মো: আব্দুল মালিক (জাতীয় পার্টি) প্রতীক লাঙ্গল প্রতীক নিয়ে ৫৬৫ ভোট পেয়েছেন। মাওলানা আছলাম হোসাইন রাহমানী (ইসলামী ঐক্যজোট) মিনার প্রতীক প্রতীক নিয়ে ৩৬৬ ভোট পেয়েছেন। এনামুল হক মাহতাব (ইসলামি ফ্রন্ট) মোমবাতি প্রতীক প্রতীক নিয়ে ৩০৫ ভোট পেয়েছেন। মো: কামরুজ্জামান সিমু (বিকল্প ধারা) কুলা প্রতীক নিয়ে ১৬১ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা : ২ লক্ষ ৮৫ হাজার ৪‘শ ৭২ জন। ভোটকেন্দ্র ১০৩ টি।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা নির্বাচিত হন :
১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে মুসলিমলীগ থেকে এ এন ইউসুফ।
১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নবাব আলী আব্বছ খান।
(১৯৮৮ সালের নির্বাচন আওয়ামীলীগ, বিএনপিসহ প্রধান রাজনৈতি দল নির্বাচন বর্জন করে)
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনে জাতীয় পার্টি থেকে নবাব আলী আব্বছ খান।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ট সংসদে বিএনপির এম এম শাহীন।
১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম নির্বাচনে আওয়ামীলীগ থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম নির্বাচনে স্বতন্ত্র থেকে এ এম শাহীন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে নবাব আলী আব্বছ খান জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে স¦তন্ত্র থেকে আব্দুল মতিন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে শফিউল আলম চৌধুরী নাদেল নির্বাচিত হন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com