মৎস্য অধিদপ্তর হাকালুকি হাওরে মাছের পোনা অবমুক্ত করেছে

June 20, 2023,

জুড়ী প্রতিনিধি॥ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ২০ জুন জুড়ী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়ে ২০২২-২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায়  হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ পোনা অবমুক্ত করা হয়।

হাকালুকি হাওরের জুড়ী অংশে  পোনা অবমুক্তকরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ২০২২-২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায়  হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ  পোনা অবমুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করছি।

উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, মৎস্য অধিদপ্তর ও উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে হাকালুকি হাওরে পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরণের মাধ্যমে হাকালুকি হাওরে মৎস্য উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com