যক্ষা প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে শ্রীমঙ্গলে নাটাবের মতবিনিময় সভা

March 6, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাটাব এর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারী সোমবার মন্দিরের পুরোহিত ও ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ডা: হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা অফিসার ডা: জয়নাল আবেদীন টিটো ও নাটাব উপজেলা সম্পাদক জহর তরফদার।
মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে আলোচনায় ধর্মীয় নেতৃবৃন্দরা আরো বেশী ভূমিকা রাখলে পরিবার তথা সমাজে যক্ষা প্রতিরোধে আরো অগ্রগতি সম্ভব বলে আলোচকবৃন্দ মত প্রকাশ করেন। উল্লেখ্য ইতিপূর্বে মসজিদের ইমাম সাহেবদের নিয়েও শ্রীমঙ্গলে নাটাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের পক্ষ থেকে যক্ষা বিষয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করেন আলোচকবৃন্দ। যক্ষা বিষয়ে প্রাসঙ্গিক আলোচনায় এই ব্যাধীটির বিষয়ে ধারনা লাভ, প্রতিকার বিষয়ে করনীয়, বিনামূল্যে চিকিৎসা এবং কার্যকরী চিকিৎসার বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন নাটাবের আঞ্চলিক সমন্বয়ক সুমন চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com