যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আব্দুর রব॥ বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিশুদ্ধ গণমাধ্যমের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জুলাই বাদ যোহর স্বজন সমাবেশ ও যুগান্তরের বড়লেখা প্রতিনিধির যৌথ আয়োজনে উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বজন সম্পাদক ও প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব’র সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক স্মৃতি কুমার সিংহ, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য কয়েছ আহমদ, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস, মস্তফা উদ্দিন, সহকারি শিক্ষক আফসানা আক্তার, রকিব হাসান, সুমন চক্রবর্তী, সাইফুল ইসলাম প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের কামিল শিক্ষক মাওলানা মো. এবাদুর রহমান।
মন্তব্য করুন