রমজানের আগেই  মাওঃ মামুনুল হক কে মুক্তি দিন-মুফতী হাবিবুর রহমান কাসেমী

March 2, 2024,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে ১ মার্চ ২৪ শুক্রবার বাদ আছর  সংগঠনের কারাবন্দী মহা সচিব মজলুম  জননেতা আল্লামা মামুনুল হকসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও পাঠ্য পুস্তক থেকে বিতর্কিত লেখা বাতিলের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার এর কুসুমবাগ পয়েন্ট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী।

এসময় তিনি বলেন এসময় তিনি আরও বলেন দেশে শির্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী হত্যা মামলার এবং বহু দাগী আসামী মুক্তি পেলেও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্তি পায় না কেন? আজকে দেশের মানুষ  কোথায় ন্যায় বিচার পায় না। এক ব্যক্তির ইশারায় আইন ও আদালতের বিচার সহ সব কিছু চলে।

এভাবে একটি দেশ চলতে পারে না। তিনি বলেন আগামী রমজানের আগেই আমাদের সংগ্রামী মহাসচীব মাওলানা মামুনুল হক সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে এবং দেশকে বহুমুখী সংকট থেকে উত্তোরণের জন্যে ডামি নির্বাচন বাতিল করে সকল দলের অংশ গ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।  তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিতর্কিত ও ইসলাম বিরোধী পাঠ অর্ন্তভূক্ত করে আগামী প্রজন্মের ঈমানহারা করার চক্রান্ত। ৯০ ভাগ মুসলমানের দেশে এ শিক্ষা ব্যবস্থা চলতে পরে না। পাঠ্য পুস্তক থেকে বিতর্কিত পাঠ বাতিল করতে হবে। অন্যথায় আগামী প্রজন্মের ঈমান আকিদা রক্ষার্থে দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।

জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলীর যৌথ পরিচালনা অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী, মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী,

শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউস আহমেদ, রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, খেলাফত নেতা মাও: আব্দুর রাজ্জাক, মাওঃ আব্দুল হাই মাওঃ কামাল আহমদ, মাওঃ আল আমীন আহমদ, ইসলামি ছাত্রমজলিসের জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, রাজানগর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মওসুফ আহমদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, জেলা অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, হা সহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওঃ হুসাইন আহমদ আউয়াল, ছাত্রমজলিস এর জেলা অর্থ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।  পরিশেষে জেলা সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ এর মোনাজাত এর মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com