রাকিব জিপিএ-৫ পেয়েছে
December 30, 2016,
স্টাফ রিপোর্টার॥ মোঃ মিনহাজুর রহমান রাকিব প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর দুপুরে এ ফলাফল প্রকাশিত হয় ।
মো: মিনহাজুর রহমান রাকিব এর বাবা মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কম এডিটর ইন চিফ, জিবি নিউজ টোয়েন্টিফোর ডট কমের ষ্টাফ রিপোটার, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি, দৈনিক মৌলভীবাজার বার্তার নির্বাহী সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য মোঃ মাহবুবুর রহমান রাহেল এবং মা নুরজাহান আক্তার নদী গৃহিণী।
মিনহাজুর রহমান রাকিব ভবিষ্যতে বিচারক হতে চায়। সে তার ফলাফলের জন্য পিতা,মাতা,শিক্ষক শিক্ষীকা,দাদা দাদী,নানা নানী,চাচা, চাচী,মামা,মামী,খালা,খালু ও আতœীয়স্বজনসহ সকলে কাছে নিজের ভবিষ্যত উজ্জ্বল কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী ।
মন্তব্য করুন