রাজনগরে ইউনিয়ন নির্বাচনে ভোটারের মাঝে আমেজ : চেয়ারম্যান-৩১, নারী সদস্য-৭৩ ও সাধারণ সদস্য-৩১০ প্রার্থী

April 30, 2016,

আউয়াল কালাম বেগ॥ নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনগরের উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন ৭মে। এ ঘোষনার পর পরই রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জোড়ে সুড়ে মাঠে নেমে পড়েছেন। ভোটারের মধ্যেও নিজ নিজ ইউনিয়নে শেষ পর্যন্ত কাকে নির্বাচিত করে ইউনিয়নের চেয়ারে বসাবনে তা নিয়ে আলোচনা ও সমালোচনা ঝড় তুলছেন। অফিস পাড়া,  গ্রাম্য হাট-বাজার, আড্ডায়-আসরে, চায়ের দোকানে শুধু আলোচনা চলছে আগামী ইউনিয়ন নির্বাচনকে ঘিরে। পোষ্টার লাগিয়ে স্ব স্ব পদে  প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্ধীতার কথা ভোটারকে জানান দিচ্ছেন ও বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইছেন এবারের নির্বাচনে প্রবীন প্রার্থীর চেয়ে নবীন প্রার্থীর উৎসাহ বেশী লক্ষনীয়। ৫বছর মেয়াদে নির্বাচনে বিগত ৫ বছর ধরে এসব জনপ্রতিনিধিরা ক্ষমতা ভোগ করছেন। ভোটাররা হিসাব নিকাশ করছেন বর্তমান চেয়ারম্যান মেস্বারদের বিগত ৫বছরের খতিয়ান। এবারের নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে রাজনগর সদর ইউনিয়ন ছাড়া সবকটি ইউনিয়নে আওয়ামীলীগের ৮ বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা হেভীওয়েট হওয়ায় বেকায়দায় পড়বেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা। এতে একক প্রার্থী দেয়ায় বিএনপির প্রার্থীরা বেশ সুবিধা পাবেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা। তবে ফতেপুর ইউনিয়নে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,

১নং ফতেহপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ (চশমা), আওয়ামীলীগ বিদ্রোহী, আব্দুল আজিজ ছাবুল (ধানের শীষ), বিএনপি নকুল চন্দ্র দাশ (নৌকা)আওয়ামীলীগ, সুমন দাশ (ঘোড়া) সতন্ত্র, ও আমীর আলী (আনারস) প্রতীক বিএনপি  বিদ্রোহী। এ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ২৪৪জন।

২নং উত্তরভাগ উইনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জিতু মিয়া (ধানের শীষ) বিএনপি, আব্দুল আজিজ (নৌকা) ্পাওয়ামীলীগ, শাহ শহিদুজ্জামান ছালিক (আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী। এ ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৩৭৩ জন।

৩নং মুন্সিবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ছাতির মিয়া (আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী, ছালেক মিয়া (নৌকা) আওয়ামীলীগ ও আশিক মিয়া (ধানের শীষ) বিএনপি ।  এ ইউনিয়নে  মোট ভোটার ২১ হাজার ২৮৯ জন।

৪নং পাঁচগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিহির কান্তি দাস মঞ্জু  (নৌকা)আওয়ামীলীগ, শামছুন নূর অহমদ আজাদ (আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী, শাহিন আহমদ (ধানের শীষ) বিএনপি, লেছু মিয়া (মোটরসাইকেল) সতন্ত্র, আলাল মিয়া (চশমা) সতন্ত্র ও জিলু মিয়া (ঘোড়া) সতন্ত্র ।  ১৫ হাজার ৯২০ জন ।

৫নং রাজনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক (চশমা) সতন্ত্র, ফারুকুজ্জামান খান (নৌকা) আওয়ামীলীগ ও জুবায়ের আহমদ চৌধুরী (ধানের শীষ) বিএনপি।  এ ইউনিয়নে  ১৮ হাজার ৯৮৭ জন।

৬নং টেংরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. টিপু খান (আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী, আব্দুল কাদির মোত্তালিব (নৌকা) আওয়ামীলীগ, আব্দুস সালাম তরফদার বাবলু (ধানের শীষ) বিএনপি,  শিবব্রত চক্রবর্তী (চশমা) সতন্ত্র ও আনোয়ার মাসুক (মোটরসাইকেল) সতন্ত্র । ১৯ হাজার ১৯১ জন।

৭নং কামারচাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিম (নৌকা) আওয়ামীলীগ, আতাউর রহমান (ধানের শীষ) বিএনপি ও আতাউর রহমান সোহেল (আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী। এ ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৬৫৪জন।

৮নং মনসুরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিলন বখত (নৌকা) আওয়ামীলীগ, ছাদিকুর রহমান (আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী ও আলী আহমদ আখন্দ রুমেল (ধানের শীষ) বিএনপি ।  এ ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৮৮৬জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com