রাজনগরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

November 11, 2020,

আশরাফ আলী॥ রাজনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-রাজনগর সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সোলেমান মিয়া ওরফে সোলেমান হোসেন মনা (৩৭)।

পুলিশ জানায়, ১০ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরাবাজারের ভটেরবাড়ি তারাপাশা সড়কের সামনে অভিযান চালান রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ। এসময় সোলেমান মিয়া ওরফে সোলেমান হোসেন মনাকে তল্লাশি করলে তার জুতার ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরোদ্ধে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৩, ১০/১১/২০২০) দায়ের করা হয়েছে।

রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার জুতার ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসপি স্যার মাদকের ব্যাপারে কড়া হুশিয়ারি দিয়েছেন। সে অনুযায়ী ওসি স্যারের নির্দেশে আমরা এ অভিযান চালিয়েছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com